গান বাজিয়ে ১৫ আগস্ট উদযাপন

চাঁদপুর জেলা আ’লীগ কার্যালয়ে আবারো হামলা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০২:৫৭ পিএম
চাঁদপুর জেলা আ’লীগ কার্যালয়ে আবারো হামলা

চাঁদপুর শহরের জেলা জজের বাসভবনের বিপরীতে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবারো হামলা ও ভাংচুর করা হয়েছে। জয় বাংলা, জিতবে এবার নৌকা আওয়ামী লীগের জনপ্রিয় সেই গানটিসহ পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে গান বাজিয়ে চাঁদপুর  জেলা আওয়ামী লীগের ভাঙ্গা কার্যালয়ে মিউজিক পার্টি করে  ১৫ই আগস্ট উদযাপন করতে দেখা যায় জুলাই ছাত্র আন্দোলনের বিপ্লবীদের একাংশকে। শুক্রবার রাত ৯ টার পর এ মিউজিক পার্টি করে তারা। 

যানবাহনে থাকা যাত্রী সাধারণসহ ওই সময় ওই পথে যাতায়াতকারীরা তা প্রত্যক্ষ করে। মুহূর্তের মধ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীসহ অন্য রাত ছুটে যান সেখানে।  জুলাই বিপ্লবে থাকা ছাত্র-জনতার অনেককে সেখানে অবস্থান করে গান বাজিয়ে ১৫ই আগস্ট পালন করছে। 

সরোজমিনে এমনটাই দেখা গেছে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০ বছর পুরো হওয়ার দিনটিতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের চিত্র। এই অফিসের নিচে মিউজিক পার্টি হচ্ছে, অপরদিকে দোতালায় হেমার দিয়ে কয়েকজন দেয়াল ভাঙছে। দুই বছর আগের অবস্থার সঙ্গে তুলনা করলে এটা পুরোপুরি আলাদা এক দৃশ্য।জুলাই বিপ্লবের সময় ২০২৪ সালের ৪ আগস্ট অতর্কিত হামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় টি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। মুজাহিদ শিহাব নামে চাঁদপুরের জুলাই ছাত্র জনতার একজন জানান,মুজিববাদের স্থান এই বাংলায় হবে না। আমরা নতুন প্রজন্ম এভাবেই মুজিববাদের বিরুদ্ধে চর্চা করব। খুশির কান্না, যেই খুশিতে ১৯৭৫ এর ১৫ ই আগস্ট মিস্টির দোকান খালি হয়ে গেছিলো সারা বাংলাদেশ! আজ ১৫ ই আগস্ট সেই বাকশাল ও একনায়কতন্ত্রের পতন উপলক্ষে খুশির কান্নার মিউজিক পার্টি করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে