পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহরের শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ শ্রী দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। আলোচনা সভায় বক্তারা সাম্প্রদায়িক সমপ্রীতি বজায় রেখে ন্যায়-নীতি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।