ঝিনাইদহে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে জেলা পুলিশ নতুন উদ্যোগ নিয়েছে। পুলিশের প্রতি সমাজের বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের প্রত্যাশার কথা শুনতে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।শুক্রবার বিকালে কালীগঞ্জ থানা চত্তরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।
এ সময় ডিআইজি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, কিশোর গ্যাং,মাদকের দৌরাত্ম্য নির্মূল করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। সমাজের প্রতিটি শ্রেনি -পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব।
পুলিশ সব সময় জনগণের হয়ে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। পুলিশের কাছে আপনাদের প্রত্যাশা কী, তা আমরা জানতে চাই। আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের প্রকৃত বন্ধু হিসেবে সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করবে। পুলিশ কোনো দলের নয়, বরং সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ করবে।
সুধী সমাবেশে উপস্থিত জনতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁদের মতামত ব্যক্ত করেন।এ সময় পুলিশ সুপার মনঞ্জুর মোর্শেদ,অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া,কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম,কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।