নিখোঁজের পাঁচদিনেও স্কুল ছাত্রীর সন্ধান মেলেনি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৫:৫৪ পিএম
নিখোঁজের পাঁচদিনেও স্কুল ছাত্রীর সন্ধান মেলেনি

রহস্যজনকভাবে নিখোঁজের পাঁচদিনেও পঞ্চম শ্রেনীর ছাত্রী নুসরাত আক্তারের (১৩) সন্ধান মেলেনি। একমাত্র মেয়ের সন্ধান না পেয়ে তার বাবা রাসেল হোসেন ও মা শম্পা বেগম এখন পাগল প্রায়। নিখোঁজ নুসরাত বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পোল এলাকার মাঠরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী ও একই এলাকার রাসেল হোসেনের একমাত্র মেয়ে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে নিখোঁজ ছাত্রীর মা শম্পা বেগম জানান, গত ১২ আগস্ট সকালে স্কুলে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে তাকে স্কুলসহ বিভিন্নস্থানে খোঁজ করেও কোন সন্ধান মেলেনি। এ ঘটনায় ওইদিনই এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন বলেন, বিষয়টিকে গুরুত্বদিয়ে নিখোঁজ স্কুল ছাত্রীর সন্ধানে ইতোমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। তবে নিখোঁজ স্কুল ছাত্রীর সাথে কোন মোবাইল ফোন ছিলোনা বিধায় তার অবস্থান ট্যাগ করতে সময় লাগছে।

আপনার জেলার সংবাদ পড়তে