চিতলমারীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত দোয়া

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৬:২৮ পিএম
চিতলমারীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি ওতার অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় সদর উপজেলার এস.এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড: ওয়াহিদুজ্জামান দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নব নির্বাচিত আহবায়ক এফ.এম. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু তালুকদার সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে