কয়রা-পাইকগাছা হতে ১৮ মাইল পর্যন্ত চলাচলের এক মাত্র সড়কটি খানাখন্দে ভরা। সড়কে চলাচল করতে মানুষের সিমাহীন দুর্ভোগে পোহাতে হচ্ছে। উক্ত সড়কটি
মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ আগস্ট) বেলা ১১ টায় নাগরিক ফোরামের আয়োজনে চাদআলী নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, নাগরীক নেতা এ্যাডভোকেট মোঃ সারোয়ার মাহবুব, বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য আঃ মজিদ, নাগরিক ফোরামের মোঃ নজরুল ইসলাম, বিএল কলেজের ছাত্র নেতা হাসান আল ছাহাব, আঃ রশিদ, সিরাজুল ইসলাম, ইয়াছিন হাবিব, জামাল ফারুক, জিনারুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বহু বছর ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষা মৌসুমে সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবিলম্বে সড়কটি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।