জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৬:৪৬ পিএম
জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জন্মাষ্টমী উপলক্ষে আজ শনিবার (১৬ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার।

তিনি জানান, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান— নেয়া হয়েছে। এছাড়া বন্দরের অভ্যন—রে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রমও বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।

আপনার জেলার সংবাদ পড়তে