গফরগাঁওয়ে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৬:৫৫ পিএম
গফরগাঁওয়ে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়া‌তে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প করে প্রায় সাড়ে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) গফরগাঁও পৌর জামায়াতের উদ্যো‌গে এ ক্যাম্পের আয়োজন করা হয়। জামতলা মোড়স্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ২ টায় পর্যন্ত চলে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা আমীর ও ময়মনসিংহ জেলা মজলিশে শুরা সদস্য মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার।

তিনি ব‌লেন, "শরীরকে রোগমুক্ত করে সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রচেষ্টাই হলো স্বাস্থ্যসেবা।  মহান আল্লাহই মানুষের জীবন ও মৃত্যুর মালিক। কেউ যেমন জীবন দিতে পারে না, তেমন মৃত্যুও স্থগিত করতে পারে না। তবে স্বাস্থ্যসেবা নির্ধারিত মৃত্যুর সময় আসা পর্যন্ত জীবনকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর ও সচল রাখতে সাহায্য করে। আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর সভাপতি মাওলানা মোজাম্মেল হক, সেক্রেটারী

একলাস উদ্দিন, ইসলামি ছাত্র শিবির গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান, গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী, পৌরসভার ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা প্রমূখ।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ তাবাসুম আক্তার মুনমুন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তাওহীদ ইবনে আলাউদ্দিন, মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও যৌন বি‌শেষজ্ঞ ডাঃ মিরাজ আহমেদ মোল্লা সহ মোট তিনজন বিশেষজ্ঞ ডাক্তার উপ‌স্থিত থে‌কে চি‌কিৎসা প্রদান ক‌রেন।

আপনার জেলার সংবাদ পড়তে