সুন্দরগঞ্জে জন্মাস্টমীর বর্ণাঢ্য র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রা

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৭:০৯ পিএম
সুন্দরগঞ্জে জন্মাস্টমীর বর্ণাঢ্য র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জন্মাস্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জন্মাস্টমী উদযাপন কমিটির আয়োজনে গতকাল শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় মন্দির হতে একটি র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রান সড়ক প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার বাবলুসহ বিভিন্ন সোনাতনী সংগঠনের নেতাকর্মীগণ। পরে কেন্দ্রীয় মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে