গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের চর বেলকা মন্ডলপাড়া নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে জিআইএস ম্যাপিং ও সিভিএস জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) জিআইএস ম্যাপিং ও সিভিএস শীর্ষক স্কিমের আওতায় শনিবার জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোবাইল অ্যাপসের মাধ্যমে জরিপ করেন ব্যানবেইসের তথ্য সংগ্রহকারী আনিকা বুশরা। এ সময় উপস্থিত ছিলেন, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, চর বেলকা মন্ডল পাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা রানীসহ শিক্ষকবৃন্দ।
চর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য স্কুলটি ২০০৩ সালে স্থাপিত হয়। স্কুলটি আজ এমপিও ভূক্ত হয়নি। স্কুলটিতে বর্তমানে ১২০ জন শিক্ষার্থী পাঠদান করে আসছেন। বেতন-ভাতা বিহীন অবস্থায় দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীগণ নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন। স্কুলটির পরিবেশ অত্যন্ত মনোরম এবং নিরিবিলি। শিক্ষ-কর্মচারীগণ স্কুলটি এমপিও ভূক্তির জন্য জোর দাবি জানান।