মোল্লাহাটে দুই যুবক আটক

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৫২ এএম
মোল্লাহাটে দুই যুবক আটক

প্রতিনিয়ত চুরির কারণে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামবাসী অতীষ্ঠ হয়ে উঠছে। অবশেষে ওই গ্রামেরই দুই যুবককে আটক এবং তাদের স্বীকারোক্তি ও সনাক্তে দুইটি মেশিন উদ্ধার করেছে থানা পুলিশ। ওই ঘটনায় থানায় মামলা রুজু ও আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটক দুই যুবক হলেন, মোল্লারকুল গ্রামের মিজান মোল্লার ছেলে সাব্বির মোল্লা (২১) ও মোশারেফ শেখের ছেলে আরিফুল শেখ (১৯)। থানায় দায়েরকৃত মামলার বাদী মোল্লারকুল গ্রামের সন্তোষ মজুমদার সহ অনেকে জানান, দীর্ঘদিন ধরে কৃষকের স্যালো মেশিন ও ক্ষেতের ফসল সহ প্রায় সকল প্রকার চুরির কারণে অতীষ্ঠ হয়ে উঠছে গ্রামের সকলে। প্রতিনিয়ত কারো না কারো যেকোনো কিছু ছোট-বড় চুরি সংঘটিত হলেও চোর চক্র ছিল অপ্রতিরোধ্য। চুরির ধারাবাহিকতায় গত শুক্রবার দুই কৃষকের ক্ষেত থেকে তিন মণ টমেটো চুরি হয়। ওই টমেটো গোপালগঞ্জ শহরে নিয়ে বিক্রিও করা হয়। অবশেষে ওই টমেটো বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্থানীয় যুবক সাব্বির মোল্লা ও আরিফুল শেখকে ধরে সালিশ বৈঠক করা হয়। শুক্রবার সন্ধ্যায় মোল্লারকুল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সালিশ বৈঠকে কয়েকটি মেশিন সহ বেশকিছু চুরি করার কথা স্বীকার করে ওই দুই যুবক। ওই সালিশ বৈঠক চলমান অবস্থায় থানা থেকে পুলিশ গিয়ে তাদের দুই জনকে আটক করে। এরপর তাদের স্বীকারোক্তি ও সনাক্তে দুইটি চোরাই মেশিন উদ্ধার করা হয়। যেকোনো মূল্যে চুরির ঘটনা বন্ধের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সন্তোষ মজুমদার সহ গ্রামবাসী।



আপনার জেলার সংবাদ পড়তে