ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের গণসংলাপ ও পদযাত্রা

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৭:৪৩ পিএম
ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের গণসংলাপ ও পদযাত্রা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা গণসংহতি আন্দোলনের উদ্যোগে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে গণসংলাপ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিচার, সংক্কার ও নির্বাচন একসাথে চলতে হবে, বৈষম্যহীন ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ এই -্লােগানকে ধারণ করে আয়োজিত গণসংলাপ ও পদযাত্রা কর্মসূচিতে ফুলবাড়ী উপজেলা শাখা গণসংহতি আন্দোলনের আহবায়ক মাহামুদ হাসান বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু’র সঞ্চালনায় আয়োজিত গণসংলাপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ, অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, দিনাজপুর জেলা আহবায়ক এডভোকেট সুলতান মাহমুদ শিশির, দিনাজপুর জেলা কমিটির সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ফুলবাড়ী উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাকিরুল ইসলাম শাকি, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হৃদয় হাসান স্বাধীন প্রমুখ। 

ফুলবাড়ী উপজেলা শাখা গণসংহতি আন্দোলনের আহবায়ক মাহামুদ হাসান বাবু ও সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু বলেন, বর্তমানে নতুন রাজনৈতিক বন্দোবস্তোর জন্য গণসংহতি আন্দোলনের গণসংলাপ ও পদযাত্রা কর্মসূচিকে সফল করতে চলতি মাসের ১ তারিখ থেকে উপজেলা জুড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ অব্যাহত রাখা হয়। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, আদিবাসী নারী-পুরুষসহ সকল শ্রেণি ও পেশার মানুষ শতর্স্ফুতভাবে গণসংলাপ ও পদযাত্রায় অংশ নিয়েছেন। 

শেষে স্থানীয় নিমতলা নামক স্থানে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে