তেঁতুলিয়ায় প্রবাসী সংগঠন ভিনগোলার্ধ রিকশাচালকদের টি-শার্ট বিতরণ

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৭:৪৪ পিএম
তেঁতুলিয়ায় প্রবাসী সংগঠন ভিনগোলার্ধ রিকশাচালকদের টি-শার্ট বিতরণ

পঞ্চগড়ের  তেঁতুলিয়ায়  প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন ভিন গোলার্ধ এর অর্থায়নে অভিনয় শিল্পী শ্রমিক সংগঠনের ব্যবস্থাপনায় ভ্যান ও রিকশাচালকদের মাঝে '"পড়শি পান্থজনের সখা" মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়েছে। 

আজ  শনিবার (২৯ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলা চৌরাস্তা বাজার মোড় এবং ডাকবাংলোয় এই টি শার্ট বিতরণ করা হয়। টি শার্টে সংগঠনের বিশেষ স্লোগান ছিলো “প্রিয় আরোহী, আপনাকে পৌঁছে দেব আপনার গন্তব্যে, আমাকে আপনি ‘পড়শী’ নামে ডাকুন। 

আহনাফ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক এবং উক্ত সংগঠনের সহকারি সমন্বয়ক কবি ও লেখক এম এ বাসেত জানান  ভিন গোলার্ধ এর প্রতিষ্ঠাতা আমেরিকান বোস্টন প্রবাসী সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও লেখক নাসিম পঞ্চড়ে শীতের মৌসূমে গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল এবং সমপ্রতি ভ্যান চালকদের মাঝে টি শার্ট বিতরন সহ নানামুখী সামাজিক কাজে অবদান রাখছেন। 

সংগঠনের পঞ্চগড় জেলা শাখার সমন্বয়ক কবি ও লেখক এম এস রিপন বলেন, ভিন গোলার্ধ এই সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজের অবহেলিত ভ্যান ও রিকশাচালকদের সম্মান জানানো এবং তাদের প্রাজনীয় সহায়তায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। 

তেঁতুলিয়া উপজেলা লেখক পরিষদের সভাপতি লেখক ও গীতিকার এ্যাড. মনোয়ার হোসেন হানিফ বলেন, রিকশা ভ্যান ও অটো চালকরা বরাবরই তাদের পেশায় বিভিন্নভাবে সমাজে আমাদের দ্বারা হেও প্রতিপন্ন হয়ে থাকে। তারাও তো আমাদের সমাজের একটা অংশ। আমরা তাদেরকে এই মামা এই রিক্সা এই খালি না বলে তাদের একটি নির্দিষ্ট নাম ‘‘পড়শি’’  বলে ডাকার জন্য প্রবাসী সাংবাদিক নাসিম এই উদ্যোগ গ্রহণ করায়  অভিনয় শিল্পী শ্রমিক ও ভিন গোলার্ধকে ধন্যবাদ জানান।

এসময় কাঠের বাড়ি গেস্ট হাউসের স্বত্ত্বাধিকারী উজ্জল, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক জুলহাস, এনটিভি অনলাইনের প্রতিনিধি রতন, সাংবাদিক দোয়েল ও মিন্টু উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে