শেরপুরে ভ্যান উল্টে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদরের রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার হালগড়া গ্রামের মোজাম্মেল হক (৪২) ও হোসাইন আহমেদ (১১)।
স্থানীয়রা জানায়, চিরাই কাঠ বোঝাই করে দুপুরে দাদা ও নাতি ব্যাটারিচালিত ভ্যানে করে হালগড়া গ্রামে যাচ্ছিল। এ সময় ভ্যানের একপাশে দাদা বসা ছিলেন। আর ভ্যান চালাচ্ছিল নাতি। পথিমধ্যে বেলতলী বাজারের পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হোসাইন মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা খুব মর্মান্তিক ঘটনা।