শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ১২:৪৯ পিএম
শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ( ১৬ আগস্ট ) শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোরেরা রাধা-কৃষ্ণ সেজে অংশ নেয়।

শোভাযাত্রায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী, জেলা বিএনপির সদস্যসচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জীতেন্দ্র চন্দ্র মজুমদার, সদস্যসচিব সুব্রত চন্দ্র দে, বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জীতেন্দ্র চন্দ্র মজুমদার। এতে সদর থানার ওসি জুবায়েদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, কমল চক্রবর্ত্তী প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন সদস্যসচিব সুব্রত চন্দ্র দে।

আপনার জেলার সংবাদ পড়তে