জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত হয়।
এনসিপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। বৈঠকে নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীকে সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বৈঠক বাংলাদেশের তরুণ প্রজন্মের ফিলিস্তিনের স্বাধীনতা ও শিক্ষাগত উন্নয়নে সমর্থনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এনসিপি নেতারা বৈঠকে আন্তঃদেশীয় সম্পর্ক ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন।