শেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৫:২১ পিএম
শেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের জের ধরে শেরপুরের ঝিনাইগাতীতে ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই ও অজ্ঞানামা আরও এক আসামিকে  গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন গোমড়া এলাকার মো. দেলোয়ার হোসেন, মো. কোরবান আলী ও মো. আব্দুস ছামাদ। শনিবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে হামলার ঘটনায় আহত খোরশেদ আলমের ছোট ভাই মো. হুমায়ুন খান বাদী হয়ে থানায় মামলা করেন। এতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী একাধিক মামলার আসামী মো. রাসেল মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুরা বাজার এলাকায় একাধিক মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী রাসেল বাহিনীর সদস্যরা তার ওপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এক পথচারী ঝিনাইগাতী থানা পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে