পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলার উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে পার্বত্য জেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট রোববার খাগড়াছড়ি পরিষদের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা'র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা ষহর ও উপজেলার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা খাগড়াছড়ি জেলার সমসাময়িক সমস্যা, পিছিয়ে পড়া উপজেলা, গ্রাম এবং সমস্যা থেকে উত্তরণে উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস সহ ৯টি উপজেলার সাংবাদিকরা উপস্থিত থেকে মুক্ত আলোচনায় মতবিনিময় করেন।
সভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ্ আল মাহফুজ সহ সকল সদস উপস্থিত ছিলেন।