রাজিবপুরে বিএনপির আনন্দ মিছিল

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৯ এএম
রাজিবপুরে বিএনপির আনন্দ মিছিল

দীর্ঘ প্রতীক্ষা এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার  জাতীয়তাবাদী দল- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা), ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সদস্য তাসভীর উল ইসলাম।  কমিটি ঘোষণার পর থেকে রাজিব পুরে মিষ্টি বিতরণ শুরু করে।। সোমবার বাদ আসর আনন্দ মিছিলে মিছিলে মুখরিত করে রাজিবপুরের রাজপথ । পরে  বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন  রাজিব উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল,রাজিব পুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মন্ডল,মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুর রহমান মাষ্টার ও উপজেলা যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন  প্রমুখ। জানাগেছে গত ২০১৬ সালে তাসভীর উল ইসলাম কে সভাপতি এবং সাইফুর রহমান রানাকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট ত্রৈবার্ষিক কমিটি গঠিত হয়। চলতি বছর প্রায় ২ মাস আগে কেন্দ্র থেকে আকস্মিকভাবে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে