চট্টগ্রামে পিকআপ–কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৫, ১১:২৫ এএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ১১:০৫ এএম
চট্টগ্রামে পিকআপ–কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১৮ আগস্ট) ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৫৫ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের মধ্যে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষের তীব্রতায় পিকআপের সামনের আসনে থাকা কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—রনি দাশ (২৫), আকাশ দাশ (২৬), অজিত দাশ (২৪), জুয়েল দাশ (১৮) ও মোহাম্মদ সোহাগ (৩২)। সবাই সীতাকুণ্ড এলাকার বাসিন্দা এবং পেশায় মাছ বিক্রেতা। তারা মাছ কেনার উদ্দেশ্যে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের ফিশারি ঘাটের দিকে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার সময় ঘন কুয়াশা বা চালকের অসতর্কতা এ ঘটনার কারণ হতে পারে। সংঘর্ষের পর কিছু সময়ের জন্য ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

আকবর শাহ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে, আহতদের মধ্যে দুজন এখনো চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে