সুজানগরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ১১:৫২ এএম
সুজানগরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি

পাবনার সুজানগর পৌরসভাসহ উপজেলার সর্বত্র ব্যাপকভাবে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন শত শত বেওয়ারিশ কুকুর দল বেঁধে উপজেলার রাস্তা-ঘাট এবং হাট-বাজারে বেপরোয়া ভাবে চলাফেরা করছে। বেওয়ারিশ ওই সকল কুকুরের উপদ্রবে পথচারীদের পাশা-পাশি এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা শঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে এলাকার শিশু-কিশোর শিক্ষার্থীরা ওই সকল কুকুরের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে। স্থানীয় হাট-বাজারে যাওয়া ক্রেতা-বিক্রেতারাও বেওয়ারিশ কুকুরের ভয়ে ভীত সন্ত্রন্ত। উপজেলার মানিকহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন অনেক সময় ওই সকল বেওয়ারিশ কুকুর হাট-বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের রাস্তায় দল বেঁধে ছুটাছুটি করে। এতে এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি জনসাধারণ পর্যন্ত ওই সকল রাস্তা দিয়ে যাতায়াতে ভয় পায়। অনেক সময় বেওয়ারিশ ওই সকল কুকুর পথচারী এবং শিক্ষার্থীদের কামড়িয়ে আহত করে বলেও উপজেলার উলাট গ্রামের ভুক্তভোগী আলতাফ হোসেন জানান। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন বেওয়ারিশ কুকুরের উপদ্রব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে