সাত হত্যা: সাবেক আইজিপি জাবেদসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এফএনএস
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৫, ০১:৪৮ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ১২:২৪ পিএম
সাত হত্যা: সাবেক আইজিপি জাবেদসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজীপুরে ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই পরোয়ানা জারি করেছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এসময় শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে মাদ্রাসাপড়ুয়া সাত ছাত্রকে গুম করা হয়। পরে গাজীপুরের জয়দেবপুরে একটি বাড়িতে বাইরে থেকে তাদের তালাবদ্ধ করা হয়। জঙ্গি অভিযোগ চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।

আগামী ১৫ অক্টোবর এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে