মোহনপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০২:১৫ পিএম
মোহনপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা
রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের চাপে এক কৃষক আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে মোহনপুর থানা পুলিশ কৃষকের মরদেহ উদ্ধার করেছে। তিনি মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের খাড়ইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে আকবর হোসেন (৫০)। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টার দিকে প্রতিবেশীরা আকবর হোসেনকে বাড়ির পাশের পানবরজের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা জানান, আকবর হোসেন একটি আধাপাকা বাড়ি নির্মাণের জন্য স্থানীয় বিভিন্ন এনজিও এবং সুদ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তিনি কৃষিকাজ করে সেই ঋণের টাকা পরিশোধের চেষ্টা করছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে পানের ন্যায্য দাম না পাওয়ায় তিনি আর্থিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। সেই ঋণের চাপে তিনি পান বরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, "পরিবারের ভাষ্যমতে, আকবর হোসেন ঋণগ্রস্ত ছিলেন এবং ফসলের দাম না পাওয়ায় হতাশায় ভুগছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।" তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে