সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়। সকাল ১০টায় স্থানীয় মৎস্যজীবী এবং মৎস্যচাষীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা চত্বর থেকে বের হওয়া ওই র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এবং জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান পিন্টু ও মৎস্য চাষী মোঃ ফারুখ শেখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। শেষে বিভিন্ন পর্যায়ে সফল চারজন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।