মেলান্দহে মৎস্য সপ্তাহ উদযাপন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০২:৫৩ পিএম
মেলান্দহে মৎস্য সপ্তাহ উদযাপন

জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে র‌্যালী শেষে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের শুভ উদ্ধোধন করেন-ইউএনও এস.এম. আলমগীর। এরপর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কৃষি অফিসার আব্দুর রউফ, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদতা শাহ জামাল, মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোকসেদ আলী, মৎস্যজীবি হানিফ উদ্দিন, মৎস্য চাষী সোনারহার আলী মুন্সি, বাবুল হাসান প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে