অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে মুক্তাগাছা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সিলমিন জাহান ইলমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা, খামারিদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, সুরুজ্জামান মিয়া, তানজিল আহমেদ প্রমূখ। সভা শেষে সফল উদ্যোক্তা ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।