শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৩:১৮ পিএম
শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫  উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, মৎস্য অবমুক্তকরন, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

পরে উপজেলা কনফারেন্স হলে সিনিয়র  উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন প্রমুখসহ মৎস্যজীবি, মৎস্যচাষিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,মৎস্যজীবিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সবশেষে মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য  ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, মিন্নত আলী ও জুয়েল মিয়াকে বিশেষ সম্মননা স্মারক প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে