কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৩:৪৭ পিএম
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কাউখালী উপজেলা শাখার আহবায়ক আজমল হোসেন সরদারকে (৫৫) গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে ঝালকাঠী জেলার স্টেশন রোড এলাকায় কাউখালী থানা পুলিশ ঝালকাঠি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  আজমল হোসেন গত ১৫ই আগস্ট উপজেলার কাঠালিয়া গ্রামে নাশকতার পরিকল্পনা করার খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে আসছে। আজমল হোসেন সরদার কাউখালী গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে।

জানা গেছে, ২০২৪ সালের ৪আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, নাশকতায় জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে