বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ --২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ গড়ি এই স্লোগানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক-মোহাম্মদ শফিউল আলম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মাসুদ , কেন্দ্রীয় বিএনপির সহ- শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ্জামান মামুন মোল্লা, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা,
উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,ইয়াসিন আরাফাত রানা, জেলা বিএনপির নেতৃবিন্দ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন, ছাত্র প্রতিনিধি রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা মৎস্য জীবীগন। অনুষ্ঠানে মৎস্য হ্যাচারির উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনজনকে পুরস্কার প্রদান করা হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মহসীন।