চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট স্থাপন করে নিম্নমানের পণ্য তৈরীর একটি অবৈধ কারখানা সনাক্ত এবং অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) তারিখ দুপুর ১টার সময় চাঁদপুর জেলার চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও চাঁদপুর সদর উপজেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপস্থিতিতে অবৈধ কারখানার উপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি এলাকায় নিম্নমানের বিভিন্ন পণ্য তৈরী করায় সানওয়ে কনজিউমার এন্ড অ্যাগ্রে বিডি নাম এটি অবৈধ কারখানা সনাক্ত করা হয় এবং ৫০০০০ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।