“অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালের হিজলা ১৮ আগষ্ট সোমবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সম্পাহ’২৫ পালিত হয়েছে। জাতীয় মৎস্য সম্পাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মাছের পোণা অবমুক্ত করণ, সচেতনা সভা, লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ থেকে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াছ সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম। সভায় উপজেলা পর্যায়ে সফলতা ও মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ৩ মৎস্য চাষীকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। এছাড়া সপ্তাহটি উপলক্ষে সংশ্লিস্ট সব অংশীজনের অংশগ্রহনে উপজেলা মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্ব্বোত্তম ব্যবহার বিষয়ে মত বিনিময় , পুকুর ও জলাশয়ে মাছ চাষে উদ্বুদ্ধকরণ , পরামর্শ প্রদান, সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে সপ্তাহ জুড়ে। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন সামনে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান, আমরা সকল জেলেকে আইন মেনে মাছ শিকারের আহবান জানাই। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহাসান হাবিব আল আজাদ জনি, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন আফ্রিদি, নৌ পুলিশ ইনচার্জ গৌতম মন্ডল, উপজেলা যুবদল আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা মৎস্য জীবি সমিতির আহবায়ক শাহজাহান রেজা প্রমূখ।