গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৬:৪৭ পিএম
গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এই উপলক্ষে সোমবার সকালে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরণ আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১০ টায় শোভাাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। সেখানে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। আলোচনা শেষে সফল তিন মাছ চাষিকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে