আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:০০ পিএম
আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। “১৮ হতে ২৪ আগষ্ট পর্যন্ত অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” শ্লোগানকে সামনে রেখে অত্র উপজেলায় র‌্যালী, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তকরণের মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়। সোমবার (১৮ আগষ্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে গৃহীত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উপজেলা মৎস্য অফিসার (অ:দা:) মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে র‌্যালী শেষে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, সাবে ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস খাঁন, সাবেক রংপুর মহানগর ছাত্রশিবির এর সভাপতি মোঃ বদরুল ইসলাম, উপজেলা জাগপা’র সভাপতি মোঃ বজলুর রহমান, মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ আলী প্রমূখ। আলোচনা শেষে সফল মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয় এবং উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করেন আমন্ত্রিত অতিথিদ্বয়। 


আপনার জেলার সংবাদ পড়তে