নীলফামারী সদরের ঢেলাপীর এলাকায় ৯০ বোতল ফেন্সিডিলসহ রাশেদ হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৭ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল দীঘলডাঙ্গী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আকতার হোসেন নেতৃত্ব দেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী থানায় মামলা দায়ের করা হয়। পরদিন আটক রাশেদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।