কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে র্যালী, পোনা মাছ অবমুক্তি, আলোচনা সভা ও ৩ সফল মৎস্য চাষী ও নার্সারী চাষীকে সম্মানা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসর ও উপজেলা মৎস্য দপ্তর এই কর্মসূচীর আয়োজন করে।
সোমবার উপজেলা প্রশাসন ক্যাম্পাস থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর কার্যক্রম শুরু হয়। ২৮ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।
বক্তব্যে হাফিজুর রহমান বলেন, ফুলবাড়ী উপজেলা মৎস্য অভয়শ্রম নেই। দেশের মধ্যে মৎস্য চাষে ফুলবাড়ী পিছিয়ে রয়েছে। এখানে কারেন্ট জাল, রিং জালের ব্যবহার হচ্ছে। দেশি প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। তিনি ফুলবাড়ীতে ৩টি মৎস্য অভয়শ্রম প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে জানান। এছাড়াও কারেন্ট জাল, রিং জালের ব্যবহার বন্ধে তিনি মৎস্যজীবিসহ সবার সহযোগিতা আহবান করেন।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী বড়ভিটা এলাকার সিদ্দিকুর রহমান সিদ্দিক, রাসমেলা এলাকার সাইফুর রহমান, সফল নার্সারী ও রেনু পোনা চাষী হাফিজুর রহমানকে সম্মামনা স্ম্ারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।