আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দীর্ঘদিন পর দিনাজপুরের হিলিতে ৪দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে। বই মেলার আয়োজন করায় খুশি স্থানীয়রা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলার স্টল। আজ সোমবার বিকেলে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এসময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ অনেকে।
বই মেলা উপলক্ষে থাকছে চিত্র অংকন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। মেলায় ১৫০টি প্রকাশনির ১০ হাজারের বেশি বই রয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ বই মেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী।
এদিকে বইমেলা উপলক্ষে নারী উদ্যোক্তারা তাদের নিজ হাতে তৈরি পোশাক, খাবার, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য নিয়ে বেশ কয়েকটি স্টল দিয়ে বসেন তারাও।