‘‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে র্যালি, আলোচনা সভা, মৎস্য চাষি ও মৎস্য চাষের সাথে জড়িত উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে সরকারি কর্মকর্তা, কর্মচারি, মৎস্য চাষি, গণমাধ্যমকর্মী ও সূধীবৃন্দের অংশগ্রহণে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য তৌকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল।
তিনি বলেন, উপজেলার অধিকাংশ মানুষ মাছ চাষের সাথে জড়িত। এ অঞ্চলের মাটি ও পানির সব ধরনের মাছ চাষের জন্য উপযোগী। এজন্য এখানের মৎস্য চাষীদের আধুনিক চাষাবাদ সম্পর্কে ধারণা দিতে হবে। প্রয়োজনে মৎস্য অফিসের উদ্যোগে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, এখানে কিছু মানুষ আছে যারা অবৈধভাবে খাল দখল করে নেট পাটা দিয়ে ঘিরে মাছ চাষ করছে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলাবাসীর সহযোগিতায় অবৈধ দখলদারদের কবল থেকে খালগুলো অবমুক্ত করার ঘোষণা দেন তিনি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, হ্যাচারি কর্মকর্তা আজহারুল হক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, মানবাধিকার কর্মী শেখ ওহিদুর রহমান ছোট, মৎস্যচাষী গোলাম ফারুক, রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপজেলার সফল মৎস্য চাষি ও মৎস্য খাতের সাথে জড়িত উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।