বীরগঞ্জে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৩৩ পিএম
বীরগঞ্জে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় পৌর শহরের মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু।

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মোঃ এজাজুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান বক্তা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ আবু সিয়াম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মোঃ মোজাহেদুল ইসলাম মাজু এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।

আপনার জেলার সংবাদ পড়তে