চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৩৪ পিএম
চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বের হয় বর্নাঢ্য সড়ক র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,বিলকুড়ারিয়া াভয়াশ্রমের ষবাপতি আবু রায়হান,মৎস্যচাষি রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ।ঠ মৎস্যচাষি,সুফলভোগি সমিতি ও মৎস্য খাদ্য বিক্রেতাকে পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বড়াল নদে প্রায় ৫০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। 


আপনার জেলার সংবাদ পড়তে