লালপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৩৯ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৩৯ পিএম
লালপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) মৎস্য সপ্তাহের উদ্বোধন, সড়ক র‍্যালি, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত  ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ,

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি: দা:) এস এম মাহমুদুল হাসান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী,   উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে