আশাশুনির দু'জন সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৪০ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৪০ পিএম
আশাশুনির দু'জন সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের দু'জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২.৩০ টায় উপজেলা রিসোর্স সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলার বুধহাটা ক্লাস্টারের প্রধান শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার। বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্লভ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথি আব্দুর রকিব ও আবু সেলিম, আগরদাড়ী সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলাউদ্দীন, কচুয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি চৌধুরী, বেউলা সঃ প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক সুনীল রঞ্জন সরকার ও বাউসুলী সঃ প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক বিশ্বরঞ্জন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। বিদায়ী সহকারী শিক্ষা অফিসার আঃ রকিব ও আবু সেলিম বিভিন্ন ক্লাস্টারে দায়িত্ব পালনের মধ্যে এক পর্যায়ে বুধহাটা ক্লাস্টারেও দায়িত্ব পালন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে