লক্ষ্ণীছড়ি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল ফাইনাল

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৫৩ পিএম
লক্ষ্ণীছড়ি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল ফাইনাল

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শিলাছড়ি পাড়া একাদশকে ২-০গালে হারিয়ে জুর্গাছড়ি জুমফুল একাদশ অপরাজিত চ্যাুিম্পয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

১৭ আগস্ট রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা, লক্ষ্ণীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইফতেখার আলম ভূইয়া। উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার,সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, সদও ইউপি চেয়ারম্যান প্রবিল কতুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমাও বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধুরীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

রেফারি নাজমুল ইসলামের হুইশাল দেয়ার মধ্য দিয়ে বিকাল ৪টায় খোল শুরু হয়। প্রথমার্ধের  নির্ধারিত সময় শেষ হলেও গোল শুন্য থাকে। দ্বিতীয়ার্ধের ১২মিনিটের মাথায় জুর্গাছড়ি জুমফুল একাদশের ১৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোহিত চাকমা গোল করে দলকে এগিয়ে রাখে। এর শিলাছড়ি পাড়া একাদশ গোল পরিশোধের চেষ্টা চালালেও খেলার শেষ মুহুর্তের অতিরিক্ত সময়ে একই খেলোয়াড় ১য় গোল করে ব্যবধান বাড়ায় ২-০। উত্তেজনাকর এই খেলায় মাঠের চারিপাশ দর্শকের প্রচুর ভীড় লক্ষ্য করা যায়।      

ফাইনালে চ্যাম্পিয়ন দলের দলের রোহিত চাকমা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সুবোধ চাকমা সেরা গোলরক্ষক নির্বাচিত হন। ৩২টি দল নিয়ে গঠিত এ টর্নুামেন্টর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। 

আপনার জেলার সংবাদ পড়তে