র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

ইন্দুরকানীতে চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে জখম

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০২:২৮ পিএম
ইন্দুরকানীতে চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ী আব্দুল হাই খানকে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় মাদকসেবীরা। 

রোববার (৭ আগষ্ট) সকালে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম বালিপাড়া এলাকার চিহ্নিত মাদকসেবী রাকিব সেপাই ও জসিম খান দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


এ ঘটনায় আব্দুল হাই খানের ছোট ভাই মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে গত ৭ আগস্ট ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। আজ (১৮ আগস্ট) বিকাল ৪টায় র‍্যাব-৬ যশোরের নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম বালিপাড়া গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরুজ্জামান এর ছেলে মো. জসিম (২২) ও একই গ্রামের মো. জলিল সেপাই এর ছেলে মো. রাকিব সেপাই। 

এবিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন আমার দেশকে জানান, এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পরে মামলাটি র‍্যাবের কাছে হস্তান্তর করা হয় র‍্যাব অভিযান চালিয়ে যশোর থেকে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

আপনার জেলার সংবাদ পড়তে