মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। দেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এই উপজেলায়। তবে শুধু চা উৎপাদন নয়, শ্রীমঙ্গল ধীরে ধীরে হয়ে উঠছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে অবস্থিত চা বাগান, দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, লেক ও চা শ্রমিকদের বৈচিত্র্যময় সংস্কৃতি প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটককে টেনে আনে।
শ্রীমঙ্গলের প্রায় প্রতিটি বড় চা বাগানেই রয়েছে ছোট-বড় মনোরম লেক। এসব লেক একদিকে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে, অন্যদিকে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে। বর্তমানে অনেক পর্যটক বাগান পরিদর্শনের পাশাপাশি লেকের পাশেই সময় কাটাতে আগ্রহী হন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এসব লেক এখনো সাধারণ পর্যটকদের জন্য পুরোপুরি উন্মুক্ত নয়।
যদি টিকিট সিস্টেম চালু করে এসব লেক ও বাগান সামান্যতম ক্ষতি না করে পযর্টকদের জন্য উন্মুক্ত করা হয়, তবে চা শিল্পকে কেন্দ্র করে নতুন করে পর্যটন আয় সৃষ্টি হবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে, বাগান কর্তৃপক্ষেরও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে।