রংপুরে বিভাগীয় তিস্তা জোনের জাতীয় কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। গত ১৮ আগস্ট সোমবার বিকেল ৫ টায় রংপুর বিভাগীয় ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে চুড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন রংপুর জেলা প্রশাসক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ রবিউল ফয়সাল।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সস্পাদক এস এম নেওয়াজ সোহাগ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য ও জাতীয় কাবাডি কোচ মোঃ বাদশা মিয়া, রংপুর জেলা ক্রীড়া অফিসার ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মাসুদ রানা, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মোঃ আবু হাসেম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ আবু তাহের, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ফাহিম ফয়সাল, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তা মোঃ রনী ইসলাম, বগুড়া কাবাডি একাডেমির কর্ণধার জাহিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় নারী বিভাগে রংপুর নারী কাবাডি দল ৫৩-১১ পয়েন্টের ব্যবধানে ঠাকুরগাঁও নারী কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন, পুরুষ বিভাগে নীলফামারী জেলা দল ৪৯-৩৫ পয়েন্টের ব্যবধানে লালমনিরহাট জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন নীলফামারীর অনিমেষ রায়, সেরা রেইডার লালমনিরহাটের মিজানুর রহমান, সেরা ক্যাচার রংপুরের অধিনায়ক সোহেল রানা, নারী বিভাগে টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন রংপুর জেলার মাসুমা বেগম, সেরা রেইডার ঠাকুরগাঁওয়ের লিপা আকতার ও সেরা ক্যাচার নির্বাচিত হন রংপুর জেলার শারমিন আকতার।