সেনবাগে পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম প্রকাশ ওহি (১১) ও সিদরাতুল মুনতাহা প্রকাশ ছহি (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। ওহি ও ছহি উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির ১ নং ওয়ার্ড দক্ষিণ রাজারামপুর গ্রামের মহিন উদ্দিন ফরাজী বাড়ির কুয়েত প্রবাসী মো: বেলাল হোসেনের মেয়ে।
পরিবারও স্থানীয় সুত্রে জানাগেছ মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর ওহি ও ছহি তারা দুই বোন সকা ৬টার দিকে বসতঘরর উত্তর পাশ্বে পুকুরে হাত মুখ ধোয়ার জন্য যায়। এরপর তারা ঘরে ফিরে না আসায় তার মা রাশেদা আক্তার তাদের খোঁজার জন্য পুকুর ঘাটে গিয়ে দেখেন তারা দুই বোন নেই ,কিন্তু তাদের জুতা পুকুরের ঘাটে পড়ে রয়েছে। এরপর তিনি শোর চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এতে পুকুরের পানি থেকে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে সেবারহাটের একটি প্রাইভেট হাসপাতালে ও পরে দাগনভূঞা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই বোনকে মৃত ঘোষণা করে। দুই বোনের লাশ বাড়িতে নিয়ে গেলে পরিবার সহ সর্বত্র শুরু হয় শোকের মাতম।
নিহতের চাচা দেলোয়ার হোসেন জানান,তাই দুই ভাতিজি বড় জন ওহি জয়নগর ওয়াজিদিযা মাদরাসার ৫ শ্রেনীর ছাত্রী এবং ছোট জন ছহি বাড়ির পাশ্ববর্তী ধর্মপুর দারুণ কোরআন হালিমিয়া নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিশু শ্রেনীর ছাত্রী ছিলো। তাদের ধারণা ছোট বোন পানিতে পড়ে ডুবে গেলে বড় বোন তাকে উদ্ধার করতে গিয়ে দুই জনই পানিতে ডুবে মারা যায়।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। এঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।