ভারতের বন্ধু হাসিনা ও আওয়ামী লীগ, জনগণ নয়: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৯ আগস্ট, ২০২৫, ০৬:২১ পিএম | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৪:১১ পিএম
ভারতের বন্ধু হাসিনা ও আওয়ামী লীগ, জনগণ নয়: শামসুজ্জামান দুদু

বাংলাদেশ ও এ দেশের জনগণকে নয়, বরং শেখ হাসিনা ও আওয়ামী লীগকেই ভারত বন্ধু মনে করে—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ভারতকে বাংলাদেশ দীর্ঘদিন বন্ধু মনে করে এসেছে। কিন্তু তাদের সাম্প্রতিক আচরণ এতটাই বৈরী যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। বাংলাদেশের সাধারণ মানুষকে নয়, কেবল শেখ হাসিনা ও আওয়ামী লীগকেই তারা বন্ধু হিসেবে দেখছে। অথচ হাসিনা একজন ফ্যাসিস্ট শাসক, গণহত্যাকারী ও লুটেরা। গণঅভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে গেছেন এবং তার বিচার দেশে চলছে, চলবে। কিন্তু তাকে ভারত আশ্রয় দিয়েছে, যা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত অপমানজনক।

তিনি আরও বলেন, “এই খুনি, জনগণের সম্পদ লুণ্ঠনকারী হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। তার বিচারের ক্ষেত্রে পাশের দেশ ভারতকে সহযোগিতা করতে হবে।”

বিএনপি নেতা অভিযোগ করেন, ভারত বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, “তারা আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়, মুক্তিযুদ্ধের ভাবমূর্তি নষ্ট করতে চায়। গণতন্ত্র ধ্বংস করতে চায়। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি উল্লেখ করেন, এ দেশের মানুষ ইতিহাসে কখনো বশ্যতা স্বীকার করেনি। ব্রিটিশ শাসন, পাকিস্তানি শাসন কিংবা কোনো স্বৈরশাসনের কাছেও বাংলাদেশিরা মাথা নত করেনি। এই অঞ্চল বহুবার স্বাধীনতা ও স্বকীয়তার জন্য রক্ত দিয়েছে।

দুদু বলেন, “একাত্তরে স্বাধীনতার জন্য বাংলাদেশি জনগণ প্রাণ দিয়েছে। ভারত আমাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিলেও পরবর্তীতে দেশটির পক্ষ থেকে প্রচুর সম্পদ লুণ্ঠন করা হয়েছে। ট্রাকের পর ট্রাক ভরে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি সাম্প্রতিক সময়েও দেখা গেছে, প্রয়োজনের সময় তারা পানি দেয় না, আবার অপ্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কার ব্যারাজ খুলে দেয়।”

তিনি অভিযোগ করেন, ভারতের কারণে বাংলাদেশ সীমান্তবর্তী ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের সমস্যায় পড়েছে। সীমান্ত বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টাও চালানো হচ্ছে।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে