পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের কর্ফুরকাঠি গ্রামের মোঃ সিদ্দিক মাতবর এর ছেলে আইসক্রিম বিক্রেতা মোঃ নজরুল মাতব্বর (৪৫) কে তার আপন ২ ভাই মোঃ আবু তাহের(৩৫), মোফাজ্জল মাতব্বর (৪১) মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯/০৮/২৫) সকাল আটটায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও নির্যাতিত নজরুল বলেন দীর্ঘদিন থেকে সালিস মিমাংসা চলে আসছিল তাদের নিজেদের জমি নিয়ে। গত কয়েকদিন আগে সালিশারা নজরুলকে ধান রোপন করতে বলায় নজরুল জমিতে বীজ রোপন করতে গেলে অপর দুই ভাই নজরুল কে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। নির্যাতিত নজরুলকে স্থানীয় জনগন পুলিশের খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন,,অভিযোগ পেয়েছি ২ জনকে থানায় নিয়ে আসা হয়েছে জিজ্ঞেসা বাদ চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।