মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতে থাকা ৩৯ বাংলাদেশী নারী পুরুষ ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ পিলার গণকবরের কাছে বিএসএস সদস্যরা তাদের বিজিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হাতে তুলে দেয়।
কাজিপুর বিজিবির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাইযুম হোসেন বলেন,বিভিন্ন সময়ে অবৈধ ভাবে ভারতে থাকা বাংলাদেশের বিভিন্ন জেলার ৩৯ জন নারী পুরুষ জেল থেকে ছাড়া পায় সেখান থেকে পুলিশের মাধ্যমে বাংলাদেশীদের বিজয়পুর মাঠপাড়া বিএসএফ কোম্পানী কমান্ডার এসি সুনিল কুমার ঘোষের কাছে হস্তান্তর করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গাংনী উপজেলা সহকারী কমিশনার ভুমি সাদ্দাম হোসেন,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ও কাজিপুর বিজিবির কাছে তাদের তুলে দেয় বিএসএফ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিএসএফ কর্তৃক হস্তান্তরকৃত ৩৯ জন বাংলাদেশীকে বুঝিয়ে দিয়েছে। এখন আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।