পদত্যাগ চেয়ে জুলাই শহীদ পরিবারের বিক্ষোভ, যা বললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৯ আগস্ট, ২০২৫, ০৬:৪৭ পিএম | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৬:৪৫ পিএম
পদত্যাগ চেয়ে জুলাই শহীদ পরিবারের বিক্ষোভ, যা বললেন আসিফ নজরুল

জুলাই গণহত্যার আসামিদের জামিন ও বিচার প্রক্রিয়ায় শ্লথতার অভিযোগে ক্ষুব্ধ হয়ে রাজধানীতে বিক্ষোভ করেছে জুলাই শহীদ পরিবার ও আহতরা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিদের জামিন দেওয়া হচ্ছে, অথচ সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা শুধু আইন উপদেষ্টার পদত্যাগ নয়, সংশ্লিষ্ট বিচারকদেরও অপসারণ দাবি করেন। সচিবালয়ের সামনে অবস্থানকালে পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, পুলিশ তাদের গালি ও লাথি দিয়েছে। শহীদ পরিবারের সদস্যরা জানান, তারা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছিয়ে আসবেন না।

শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, এক বছর ধরে তারা বিচারের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছেন, কিন্তু ন্যায়বিচার পাননি। তার ভাষায়, “আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিয়েও আমাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে।”

জুলাই আহত আমিনুল ইসলাম সতর্ক করে বলেন, “আমরা যদি আবার রাস্তায় নামি, পরিণতি ভালো হবে না। আমরা কাউকে ভয় পাই না। এটা সরকারের স্মরণে রাখা উচিত।”

এদিকে আন্দোলনকারীদের অভিযোগের জবাবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিকেলে প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর এক সদস্যকে জামিন দিয়েছে। এতে পরিবারগুলোর ক্ষোভ স্বাভাবিক হলেও এ সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

তার ভাষায়, “হাইকোর্ট দেশের উচ্চ আদালত। এর কোনো সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের অধীন নয়। জামিন বা অন্য যে কোনো সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।”

তবে আদালতের সিদ্ধান্ত প্রশ্নাতীত নয় উল্লেখ করে তিনি জানান, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ইতোমধ্যে জামিনাদেশের বিরুদ্ধে আপিল করেছে এবং বুধবার (২০ আগস্ট) এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। যদি জামিন বাতিল হয়, তবে পুলিশ আসামিকে পুনরায় গ্রেফতার করবে।

অপরদিকে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, শহীদ পরিবার ও আহতদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে